বসেছি আজ তোমার কাছে শুনতে কিছু গান
ওগো আমার মনমালিকা কোরোনা অভিমান
তোমার সুরে উঠি মেতে পাগল করে মন
তোমার গানে সকল সময় আমার নিমন্ত্রণ।
কোন সে কারণে আমি ভেজায় এ পরান
ওগো-
কখন তুমি গাইবে গান আমায় বোলো আগে
তোমার সুর শুনব আমি ফাগুন অনুরাগে;
আমার হৃদয় জয় করেছ শুনিয়ে অম্লান
ওগো-