কন্যারে তোর কালো চুলে
পরান পাখি উড়েছে;
কন্যা তোর কাজলা চোখে
আমার ঘুম ভেঙেছে।


এলোমেলো স্বপন আমার
পড়েছে ওই নজরে;
আমার মনে তুমিই আছো
তুমি আছ মন ঘরে।
দিন দুপুরে তোমায় ভাবি
রাতের ঘুম লুটেছে।


দূরে কোথাও জলসা রাতে
কিংবা তেপান্তরে;
বাজে কত ধামসা মাদল
তোমার ও সুরে সুরে।


দিন গড়িয়ে রাত আসিবে
বোশেখ যেয়ে ভাদর;
মোর ঘরে আসলে বন্ধু
করব আজি আদর।
তোমার নিয়ে আমিই আছি
স্বপ্ন সব লুটেছে।
    -----