গোপনে গোপনে হেঁটে চলে গেছ আমার দুয়ার দিয়ে-
আমিও গোপনে শীতের সকালে দেখেছি তোমায় চেয়ে।


আমার বাড়ির ফুলপাতা গুলি তোমাকে সাজিয়ে রাখে-
আমার বাড়ির শীতলশিশির তোমার ছবিটি আঁকে।
ঘরেতে উঠিবে রঙিনসূর্য আদরে তোমাকে পেয়ে।


কোথা চলে যাও কোন অবেলায় কোন সজনীর সাথে
কোন সোহাগের তারা ছিলে আজ আজকে গভীর রাতে
তোমার নামেতে গানটি লিখিয়া সুরের সাথেতে গেয়ে।