কতদিন দেখা নেই তনু!
মনে পড়ে আজ সব কথা;
পরিণত বয়সের মাঝে
প্রেমপথে ছিল নবীনতা।
সেই থেকে ফোনে ফোনে কথা
সুমিষ্ট গলা ছিল জানি;
আলসেমি জুড়ে ছিল কথা
মাঝে মাঝে ছিলে অভিমানী।
কথা বেশি হত দুপুরেতে-
টিফিনের বিবরণ যথা।
কোন ঘরে তুমি থাকো রাতে
কোন দিকে জানালাটি খোলা;
কোন ভাবে ঘুম আসে বেশি
কোন বই বিছানাতে মেলা।
না দেখেও চারমাস ধরে-
দূরভাষে প্রেম নীরবতা।
-------