তখন আসিল হেমন্তক্ষণ
রঙিন সূর্য বেলা;
কোন অছিলায় ছিলে গো বন্ধু-
আমার দরজা খোলা।


বহুদিন পরে তুমি এলে কাছে
দেখেছি তোমায় চেয়ে;
আমার মনের সকল বাসনা
আসিল তখন বেয়ে।
তোমার রূপেতে মোহিত হয়েছি
হয়েছি আপন ভোলা।


চন্দ্রিমা জোড়া মুরতি তোমার
সোহাগ বদনখানি;
বারে বারে যেন দেখে গেছি আমি
মনের কাছেতে আনি।


সিঁথির মাঝেতে সিঁদুরের টিপ
বদন জোড়া সে হাসি;
মনে হয় বলি কাছেতেই ডেকে
তোমাকেই ভালোবাসি।
তোমার কাছেতে যা ছিল আপন
আছে গো আপনে তোলা।
    ------