**আজ এই ওয়েবসাইট 'গানের পাতা' ডট কমের জন্মদিন। গত বছর আজকের দিনে এই পাঠশালার জন্ম হয়। সেই সাথে আজ আসরের এডমিন পল্লব বাবুর জন্মদিন। আমার প্রাণঢালা শুভেচ্ছা কবিকে। ভালো থাকুন চিরদিন। আর এমন সৃষ্টি কাজে নিজেকে নিয়োজিত করুন।


**আজকের গানের কবিতা প্রিয় এডমিন কে।


কবিতা আসর মাঝে প্রিয় এডমিন
আসরে তোমার আজ শুভ জন্মদিন।


ভালোবেসে গেঁথেছিলে এই মণিহার-
ধীরে ধীরে গড়িয়াছ কবিতা মেধার
সব ফুল তুলে আজ নবমালা গাঁথি,
আজিকে মধুর ক্ষণে আসরেতে মাতি!
কাব্যের মাধুরী সাথে রাখি অমলিন


তোমার অরূপরাজ্যে নিত্য কবিতার;
তুমি যে আসর প্রিয় বুঝেছি বারবার
তোমাকে সাজিয়ে দিই প্রাণ অবশেষে-
গ্রহণ করিও ফুল মোর কাছে এসে
তোমাকে বাসিব ভালো আমি চিরদিন।