কী সোহাগে ঘুমায়েছ দুপুরের কালে-
মৃদু সে বাতাসখানি ভাসে অবহেলে।
নজর ফেরাব বলো কীভাবে আমার!
ওই মুখে চেয়ে দেখি রাঙা জোছনার।
আদরের মুখ পাশে ভাসিছে আদর
ওই চোখে ওই মুখে লেগেছে ভাদর।
উপরেতে চেয়ে শুধু দেখিয়াছি পালে।
চেয়ে দেখি তনু পরে ওগো মরমিয়া-
দেখেছি বদন পানে ভয়েতে চাহিয়া।
ঘুমায়ে থাকিলে তুমি সামনে আড়াল
লিখিতে বসেছি আমি ভাবনার জাল
ওই যে সোনার রূপ হৃদয়ে স্থাপন
অবেলায় অবকাশে কত যে আপন।
আমার ললাট দ্বারে কী সুখ! দেখালে।
----------