আর পারি নাই! সইতে গো প্রিয়
এই ব্যথা ভরা দিন;
কী সে যাতনায় সময় কাটিছে
কেটে যায় প্রতিদিন।
বাড়ি জুড়ে শুধু কান্নার ঢেউ
ডুকরে ডুকরে উঠে;
কেউ বুঝি এল! কী জানি কি বলে!
আমি দেখে ছুটে ছুটে।
কত যন্ত্রণা, কত হতাশায়
আমারে ঘিরিয়া ঋণ;
আমরা কখন খেলাতেই মেতে
কখন ভাবেতে থাকি;
কখন আবার কান্নার সাথে
তোমারে চাহিয়া ডাকি।
তোমার কথায় মনেতে আমার
বাজেগো হৃদয়ে বীণ।