আমি বসে এক মনে, বারান্দা আপন কোণে
ভেবেছি বসে বন্ধু তোমাকেই;
কি জ্বালায় জ্বলেছি একা রাত জেগেছি
তবু বেঁচে কোন আশাতেই।
রাতে আসেনা ঘুম নিশিরাত কেটে যায়
আকাশেতে প্রতিদিন;
তোমার স্বপ্ন বুকে, নিয়ে থাকি আমি সুখে
সেদিনের কথা অমলিন।
বুকের কথা আছে লেখা যদি পাই তোমার দেখা
এ মনের ভাষাতেই।
আমার এই শূন্য ঘর কাছের মানুষ আজ পর
শুধু আছে নিশি যাপন;
কাকে বলি মনের কথা! এ বুকে কত ব্যথা
আজ বুঝি কেউ নেই আপন।
কেটে গেছে কতকাল মনে যেন মহাকাল
সময় কাটেনা যা কিছুতেই।