তোমার নামে গান বেঁধেছি,
তোমার নামে সুর তুলেছি;
খুশিতো তুমি হবেই।


আমার গানের ঘরে তুমি-
আমার প্রেমের ঘরে তুমি;
আজ আছো নীরবেই।


তুমি এসে অবেলা আমায়,
কী বাঁধনে বেঁধেছ আমায়;
তুমি কত সহজেই।