আকাশে হাওয়ার মেঘ ফেরে ভেসে ভেসে
ক্ষণিক জুড়ায় দেখি প্রাণপ্রিয়া দেশে।


দিক হতে দিগন্তেতে বসুধার প্রাণ-
করেছি যে মঞ্জুরিত আপনার দান;
বাতাসে ডুবায় মোরে একা একা এসে।


আমার রচনা ঘরে রেখে গেছে মান!
কত মেঘ এসে যায় মেঘেতে ভাসান-
সকল সে রূপ হেরি রঙিনতা বেশে।
              ----