সম্মুখে মোর শহিদের বেদী
মায়ের কান্না চোখ;
খোকা যেন তার আজ শুয়ে আছে
সাহসেতে অপলক।


কত দীপ, আর কত ফুলমালা
সব গেছে যে শুকিয়ে;
আঁধার আলোতে স্বপ্ন ঢেকেছে
তাহার স্বপ্ন নিয়ে।
সব ভুলে গেছে নতুনের বেলা
পেয়েছে অনেক শোক।


এক দিন গেছে এই বাড়ি ছেড়ে
যেখানে যুদ্ধ খেত!
মনের কতই ইচ্ছা সাজানো
কতই অভিপ্রেত!
এখন চেয়েছে তাই দেখে গেছে
কতই অচেনা লোক।
    -------