কাল রাতে ছিল বউভাত
ধুমধামে কেটেছে সময়;
আনন্দ চমকে দিল তারে
কত অতিথির বিনিময়।
সকালেতে ঘর খুলে দেখে
ঝুলছে যে বধূটির লাশ;
আলপনা আঁকা উঠানেতে
দেখো এক নব ইতিহাস।
কেন হল স্বপনের মাঝে
আজ এই মহা পরিণয়।
বিয়ে হবে, বিয়ে হল তার
চোখ জুড়ে রঙিন স্বপন;
দুই চোখে কাজলের লতা
পরনেতে বেনারসি তখন।
কেউ জানে না, কিছু জানেনা
তদন্তে নেমেছে সরকার
কপালেতে তখনও চন্দন
নির্বাক সবাই হাহাকার।
চারিদিকে শোকের মায়ায়
জানে না যে কিছু পরিচয়।
-----