তোমার কথাটি মনেতে এসেছে
দুঃখের সাগরে ভেসে;
কেন বুঝি আজ ফিরে যেতে চাই
তোমাকেই ভালোবেসে।
কত সাগরের গল্প শুনেছি
কত নদীতীরে হাঁটা;
তোমার গল্পে মিশে যেত প্রিয়
আমার আলতা পা' টা।
জীবনআঁধার করিতে গো দূর
তুমি এলে অবশেষে।
তোমার দুয়ার খুলে দাও আজ
লইব চরণধুলি;
শেষের সময়ে অনুরোধ আজ
মুখেতে প্রেমের বুলি।
চেতনায় শুধু থাকবে গো তুমি
দেখিব তোমার দেশে।