কেন বোঝোনা তুমি তোমার বয়স বেশি নয়
শুধু কেন মনে মনে নিজেকেই পাচ্ছ আজ ভয়।
মুখের দুপাশে দেখি তোমার চুলের ঝরনা
বাহারি ঝুলিছে
আপনে খুলিছে
মুখের দুপাশে আজ শ্রাবণ বরষ কন্যা।
এই যেন মনে হয় আজ সেদিনের পরিচয়।
এখনো যে চেয়ে চেয়ে নীরবেতে তোমাতেই আসি
মনের ঘরেতে
যতনে রাখিতে
তুমি কি বোঝোনা প্রিয় তোমাকেই কত ভালোবাসি
তোমাতে জীবন রাখি খুশিতেই আমি আত্মময়।