কেমন আছ প্রিয় আমার
জানতে বাসনা খুব;
তোমার সাগর কাছে এলে
দিতাম খানিক ডুব।
তুমি আমায় ভাসিয়ে গেলে
তোমার রূপের মাঝে;
তোমায় নিয়ে স্বপন গাঁথি
রঙিন আলোর সাঁঝে।
তুমি আমার গল্প কথায়
তুমি চাঁদে অপরূপ।
কেন জানি আজকে আবার
তোমায় মনে পড়ল;
কোন ফাগুনে মন পোড়াব
আঁখিতে জল ঝরল।
তোমায় যেন খুঁজেই চলি
আকাশ পাতাল তলে;
তোমার মাঝে নীল যমুনা
ভাসাই চোখের জলে।
তুমি বন্ধু আজকে আমায়
স্বপন দেখাও খুব।