কিছুদিন পরে একবার
ফোন করো সকালের কালে-
নাম দেখে হতবাক হই
এতদিন কোথায় ছিলে-!
কেঁদেছিলে সেদিন ভীষণ
করেছিলে মুখখানি ভার;
কত কথা বলো মুখ চেপে-
সব কথা বুঝি শুনিবার।
আমি শুধু হয়েছি অবাক
ভালো আছো তনু তুমি প্রিয়!
আজ তুমি কলেজে না বাড়ি
একা আছ তনু এখনও-।
* অসম্পাদিত।