আজ কতদিন পরে হল দেখা
আজ শ্রাবণবেলায়-
উদাস মেঘ খেলায়
মনে পড়ে আজ সেদিনের রেখা।


সেদিন তোমার বয়স যে কম
পড়নে রঙিন শাড়ি;
আজ মনে পড়ে সেদিনের তুমি
কত আপন বাহারি।
আমার মনেতে শুধু জানি ছিল
তোমার প্রণয় লেখা।


এমনি করেই হয়েছিল দেখা
সেদিন হঠাৎ করে;
আমায় চিনেছ সে কেমন করে
ওই হৃদয়ের 'পরে।
তোমার সাথেই চলেছি যে আমি
এই জীবনের শেখা।