কত ফুল আঙিনায় ফুটে আছে -
কত তার শোভা দেখি গাছে গাছে!


সৌরভ মিলিয়েছে বাতাসে;
কত অলি-প্রজাপতি আসে
ফুল আঙিনায় মন শুধু নাচে।


আমি ফুলের মাঝেতে ভাসি
ফুল বনে নিতি নিতি আসি
সকল ফুলের রূপ রাখি কাছে।
              ----