সেইবার কথা ছিল তনু
বইমেলা যাব আমি তুমি-
সারাদিন খুশিতে আমেজে
বিচরণে বইয়ের সে ভূমি।


সেই যাওয়া আর হয় নাই
কত মেলা হয় বারবার;
তোমারতো সাধ ছিল জানি
রবি ঠাকুরের রচনার।


*সম্পাদিত ও সংযোজিত হবে।