আপন ঘরে কতই খবর আছে
----রে মন আমার
আমি কতক বিলায়ে দিই
আর কিছু রাখি কাছে।


বাজারে যা খবর আছে আমার কাছে নাই;
তবু যেন মনের ঘরে কতই খবর পাই।
বান্ধিয়া রাখিব তারে-
যতনে রাখিব তারে-
আমার মনের গাছে।


সবাই আসে মনের কাছে
শুনতে মোল্লার খবর;
আছে রঙের পান মশলা
পরানে পরান আছে জবর
খবর আগে দেবোনারে
রব সবার পাছে।
   -----