কতদিন দেখা নেই তনু
কতদিন কথা নেই ফোনে
আমি তুমি আর বসিনি
রেস্টুরেন্টের কোণে।


ভিড় পথে ধরে নিতে তুমি
অনায়াসে এ হাত
কতদিন কথা নেই যেন
কত বুঝি কেটে গেছে রাত।


**অসম্পাদিত।