কত সখী সাথে নিয়ে সাজিয়ে মোহর চূড়া এসো মোহনায়
রাঙা সে বসন সাথে আমার নজর মাঝে এই সীমানায়।


মুখে করে গেছ গান মনে কত অভিমান সুখ চরাচরে
কত শত ফুল তুলি মনের আবেগ সাথে আঁচলেতে ভরে
সেই সুখ সেই ছবি আছে ওই রূপ মাঝে নেই পরাজয়।


আজ আর নাহি কাজ দেখিব মোহর সাজ এই পথ ধারে
চুলেতে বহিবে ধারা আমি হব আত্মহারা রুপে বারেবারে
কেউ তো জানেনা কিছু তবু আমি ওই পিছু আজ দুজনায়।