কণ্ঠ তুমি নাই বা দিলে সুর দিয়েছ মনে-
তাইত সুরের কাঙাল আমি সুরের অঙ্গনে।


দিবানিশি বসে আমি গান লিখেছি কত
আমার গানের কথা প্রিয় তোমার মনের মতো;
তোমার হাসি তোমার কথা তোমার আঁচল ঋণ
তোমার চোখের সেই ইশারা ভাবি প্রতিদিন।
গানের সুরে মালা গাঁথি কথা আলাপনে--
কণ্ঠ তুমি নাই বা দিলে---


সাগর জলে যেমন ভাসে দরিয়া নাও খানি
আপন সুরে দোলে তারা হৃদয় দোলা আনি।


আমার মনে কথা আছে আছে সুরের দোলা
তোমার গলে তুলে দিব সেই গানের মালা
সুর মহিমায় ডুবে আমি সুরের মাঝে হাসি
কণ্ঠ মাঝে গানের মালা তাইত ভালোবাসি।
গানের সাথে থাকব আমি নিশি জাগরণে--
কণ্ঠ তুমি নাই বা দিলে--