আমি কালো মেয়ের হাসি দেখব বলে
দাঁড়িয়েছি গানের পারে
ভিজেছি ঘরের দ্বারে
কত বেলা গেল চলে।
ও সে প্রিয় মেয়ে কালো, তার রূপটি কালো
গানের সুরে আমার পরান মাতালো
আমি এসে গান শুনেছি অনেক ছলে
তার গানে গানে আছে মাটির সুর
চেয়ে খুঁজি আপন পুর
তার গানটি শুনেছি আমি কৌশলে।