স্বপ্নসাথী বৃষ্টিরানি স্বপনের বুনিয়াদ,
অন্তরেতে দিয়ে গেছ ভালোবাসার স্বাদ।
চোখের মাঝে তোমার ও চোখ, মনের মাঝে মন
দুখের মাঝে সুখ দিয়েছ তুমিই আপনজন;
কথার ছলে দিন কেটেছে দিনের পরে রাত
আপন মাঝে আমিই খুশি তোমার আলতো হাত।
নরম ডাকে স্নিগ্ধ তুমি নিত্যমনের আবাদ।
তোমার সাথে কথা আমার এই ভুবনের 'পরে
তুমিই আমার প্রেমপ্রিয়তি আনন্দ না ধরে;
স্বপ্ন আমি দেখেই চলি আমার চোখের কোণে-
তোমার চোখে চোখ রাখিব নীরব সংগোপনে।
উজানদেশে আমায় ভাসাও চির সেই প্রবাদ।
কখন যেন হয়েই গেছে ভালোবাসার ঋণ
তোমায় ছাড়া অচল আমি স্বপ্ন যে রঙিন।
তোমার কথা ভেবে ভেবে লিখি কাব্যখানি
তুমিই আমার মনের ঘরে প্রিয় বৃষ্টিরানি।
সকাল বিকাল তাইতো খুঁজি তোমার সংবাদ।
---------