কবেকার সেই তুমি আর আমি সাগরবেলার গায়ে-
একে অপরেতে মিশে আছি যেন তোমার অসীম ছায়ে।
কবেকার সেই...


তখন আমার কিশোরীবিকাল তুমি বড়ো এলোমেলো-
আমার গলায় তোমার দু' হাত কোন সে আদুরে আলো!
কখনো বা আমি তোমার কাঁধেতে লুটিয়ে দিয়েছি মন;
আজ সাগরের প্রান্তবেলায় তোমার নিমন্ত্রণ।
বসে বা দাঁড়িয়ে দক্ষিণে তুমি আমি যে তোমার বায়ে-
কবেকার সেই...


পিছনে তখন শীতলসাগর মুখেতে সুরের রেখা-
দুইজনে মিলে চারখানি চোখে কী ছিল তখন দেখা!
সাগরবেলায় সাগরসোহাগে তুমি আমি একাকার-
আবার চলো না, আবার কোথাও স্মৃতি পেতে কবেকার।
আবার লুটাবে আমার আঁচল সাগর ভেজা ও পায়ে।
কবেকার সেই...