আমার পুরানো খাতার পাতায় তোর সে ছবি দেখলাম;
অন্ধকারের মাঝে যেন জোছনা খুঁজে পেলাম।


বারবার শুধু চেয়ে দেখেছি প্রিয়তমা সেই হাসি-
অভিমানী তুই ছবিতে যে তোর এখনও ভালোবাসি
নতুন করে ঠোঁটের পরশ আজ বুঝি হারালাম।


আজকে আবার জড়িয়ে ধরি পুরানো পুতুলখানা-
এই তো ছিল আপন আমার করিস না তো মানা;
কোন ছোঁয়াতে তুই বল প্রিয় আমি হেরে গেলাম!


তোর চোখে ছিল কল্পনা কত আমাকেই শোনাতিস
নীল আকাশে নির্বাক হই আমরা অহর্নিশ।
তোর চোখ নিয়ে কতই কবিতা আমি লিখেছিলাম।