জোছনা ভেজা গাছের পাশে
শরীর মেশামেশি;
আকাশ রূপে দুটি শরীর
ভালোবাসাবাসি।
নদীর বুকে চাঁদ উঠেছে
চাঁদের প্রতিফলন;
আলতো ছোঁয়া নদীর জলে
তোমার চেনা ধরন।
সাক্ষী থেকো হাতটি রেখে
একটু হাসাহাসি।
জলকেলিতে তৃপ্তি আমার
সারা রাতের সুখ;
ওই সিঁদুরে আদর করি
রঙিন তোমার মুখ।
উথালপাথাল স্বপ্ন নিয়ে
তোমার কাছেই আসি।