জীবনে প্রথম প্রেম নাহি যায় ভোলা-
প্রেমে আমি প্রেমে তুমি সকলই উতলা;
সেদিন কতই কথা তোমার আমার
দেখা হত মন মাঝে আসি বারবার।


মন মাঝে জমে কত প্রেমের কাহিনি-
তুমি আমি ভেসে থাকি তাহাতেই জানি;
মধুর মধুর কথা প্রেমের ভুবনে
মুখেতে শুনেছি শত শান্তিতে দুজনে।
এই মন বারেবারে খুঁজেছে তোমার-


একদিন আমাকে যে তুমি বলেছিলে-
ভালোবেসে যাবে তুমি জনমে আঁচলে;
চোখে জল এনে তুমি বলেছ ভাষায়
আমার প্রেমেতে বাঁচো আশায় আশায়।
প্রেমের মালিকা দিব গলেতে তোমার।
          --------