আজকে তোমায় পেয়েছি বন্ধু
আমার কাছেতে;
জীবনের পরে রেখে দিই সব
উত্তর মেলাতে।
জীবনপ্রবাহ বয়ে চলে আজ
এই দরিয়ায়;
কাটালতা সাথে বেঁধে রাখি প্রেম
জীবন ছায়ায়।
মুখ ঢাকিবার আলোটি খুঁজেছি
তোমার আলোতে।
রোদনের ঢেউ আসে বারবার
থমকে দেখেছি;
রাতের আঁধার বুকের মাঝেতে
গেঁথে যে রেখেছি।
চোখ পেতে আজ তোমার আসায়
প্রণয় মেলাতে।
----