বৃষ্টিরানি বৃষ্টিরানি করলে না তো ফোন!
তোমার জন্য অপেক্ষাতে সময়যাপন।
তোমার কথা মনে পড়ে সকাল-বিকাল রোজ
ফেসবুকের আপডেটেতে নিই নিত্য তোমার খোঁজ।
তোমার ও ঘর আমার এ ঘর এখন অনেক দূর-
কথার মাঝে বাঁধা পড়ি কথায় তোলে সুর;
তোমার এখন অনেক বেলা, রঙ্গিন আলাপন।
তোমার সে ঝুলবারান্দাতে দোলনা গেছে ছিড়ে
সাবধানেতে হাঁটছ বুঝি রেলিং ধরে ধীরে।
উপরে চোখ মেঘের দিকে, নীচে 'বুটিক' ঘর
তুমি পাড়ার সবার চেনা কেউ তো নয় পর।
তোমার মুখে রঙিনটিপ, রঙিন তোমার মন।
-----