নিখিলভুবন মাঝে প্রকাশ অনন্ত।
ঝরাপাতা সাথে নিয়ে তুমিই বসন্ত!


আসিলে আনন্দদ্বারে আবীর সকালে
কুহেলিকাময় স্তব শীত অন্তরালে
ঋতুরাজ তুমি প্রিয় স্বর্গের উর্বশী
নীলাম্বরী আকাশ তলে শত পূর্ণশশী
ধূলার ধরণি মাঝে মন প্রিয়বন্ত।


আরাধনা অবশেষে চলে যাবে তুমি
কোকিলের কুহুতানে তোমাকেই চুমি
রেখে যেও সব গান এ আকাশ তলে;
শিমূল-কৃষ্ণচূড়ায় পলাশের ছলে।
মনের দখিনা ঘরে নীরবে জলন্ত।