আজকে আবার নতুন করিয়া কেন দিয়ে গেলে দোলা
তোমার নামেতে তোমার মুরতি যতনে মনেতে তোলা।


এই ফাগুনেতে মন আঙিনায় রাঙিয়েছ এই মন
সেই থেকে তুমি প্রিয় ছিলে বুঝি দেখিয়েছ এ স্বপন;
এতদিন পরে আজ বুঝি কেন হৃদয় আমার খোলা।


সবুজের ঘাসে ফেলেছ যে পা আমাকে দেখেছ চোখে
কী গভীর চাওয়া আমার প্রতিতে স্বপ্ন এঁকেছি বুকে।
তোমাকেই দেখি নবরূপে ভাবি আবেগ মনেতে ভোলা।