জানি না কখন মাঝরাত পানে বৃষ্টিটি থেমেছিল
কথার মাঝেতে ক্লান্তি যে ছিল
বুকের মাঝেতে ভ্রান্তিরা ছিল;
আমার যা হোক তোমার তো শান্তি ছিল।
জানি না----


বাড়ি ফিরে পথে ডিঙিয়ে সে ঘাস
তাল দিঘিটির পাশে বসবাস
চোখের কোণেতে এ সুখের খোঁজে কুটির ভেসেছিল।
জানি না----


পরশ পাথর চিন্তা করিয়া উল্কা মেলেছি সুখে-
হেমলক যেন মিশে আছে আজ আমার পাথর বুকে
আপন ঘরেতে গোপন আদেশে আগুন লেগেছিল।
জানি না-----