তুমি যে গিয়েছ চলে জানতে পারিনি-
কত ফুল ঝরে গেল মানতে পারিনি।
একে একে শীত গেছে, গিয়েছে বসন্ত
নীরবেতে বসে থাকি আমি যে অনন্ত।
বারে বারে গিয়েছি যে ঘরের দাওয়াতে
তোমারে দেখিনি আমি দিনে আর রাতে।
তোমার ও ইচ্ছাগুলি ভাবতে পারিনি।
তুমি বুঝি চলে গেলে নীরবে যতনে
তুমি ছাড়া ভালো নেই এ বিরহক্ষণে।
কেমনে থাকব একা বকুলবেলায়
বারে বারে তোমাকেই মনে পড়ে যায়।
কেন জানি আমি ওগো বুঝতে পারিনি।