জানিনা কোথায় কবে পুনরায় দেখা,
সুপ্ত মনে জেগে ওঠে প্রণয়ের রেখা।


সেদিন শ্রাবণবেলা সূর্য অবসান-
সীমাহীন বাতাসেতে বুঝি ম্রিয়মাণ;
গোপনে আড়ালে যেন ওই সুর মাঝে
পলকে হারাতে চাই অবসাদ সাঁঝে-
আবার শ্রাবণ আসে তোমাতেই লেখা


আজ বুঝি পল্লবিত নব আসমান
আঁখি মুছে শুনিয়াছি ওই প্রীতিগান।
ললাটের কেশ এসে দিয়েছে কিরণ
কী সুখে ডুবেছি আজ আমার মরণ!
চিরদিন সেই সুর হৃদয়ে সুলেখা।