জানি না কী ছিল অপরাধ
কত দোষ খুঁজেছি নিজের;
কোনো ভুল পাইনি তো খুঁজে
কেন শেষ হল এদিনের।


কিছু ছবি রাখা আছে ঘরে
সেইগুলি দেখি মাঝেমাঝে
কবিতার সংলাপ বলি
ছাদে উঠে খুঁজেছি যে সাঁঝে।


**