বাদলবাতাস মাঝে চাহুনি তোমার-
মলিন চোখের ভাষা, কত শোভাধার।


প্রিয় জলকণা তুমি শুধু দেখি চেয়ে-
আমার প্রণয়সাথি বঁধুরূপী মেয়ে।
নবমেঘ কেশদলে নবীন মুরতি
আজিকে বদন 'পরে, সোহাগের স্মৃতি!
তব দৃষ্টি শোভা দিল গোধূলিবেলার।


পিছনে সমুদ্রঢেউ সামনে শ্রাবণ!
ওই চোখে লেগে থাকে মোহিনীপ্লাবন
জলকণা তুমি নও বাদলের তরী;
তুমি যে মানবীহৃদে প্রিয় সহচরী
আঁখি তুলে এই দিকে চাও একবার।
          -------