যখন তোমার কথা হৃদয়েতে জাগে-
মন যেন ভরে ওঠে শত অনুরাগে;
আমার পরানখানি তোমার মায়ায়
প্রেমের পথিক আমি তোমাকে হারায়।
মধুমাসে প্রেমকথা তুমি মোর সাথি-
তোমাতে দেখেছি স্বপ্ন আজ দিবারাতি;
প্রথম প্রেমের কথা তোমা নিবেদিত
কতই স্বপন দেখি মোর বিরচিত।
এঁকেছি মনের ঘরে মধু মালিকায়।
আমার মনের ঘরে তুমি প্রেম অর্ঘ
তুমি বাসনা মোর ভালোবাসা স্বর্গ;
আমার ফুলের মালা দিয়েছি তোমায়-
কাছেতে বসিয়া আজি কাহিনি শোনায়।
তোমাতেই প্রেম সপি প্রেমে গান গাই।
-------