যখন আমার যাবার সময় হল
তখন কেমন আমার কাছে এলে;
আমার এ হাত জাপটে ধরে তুমি
আমার চোখে চাইলে সকল ফেলে।


অপেক্ষাতে কাটে দিনের বেলা
তোমার ছায়া দেখিনিতো মোটে;
কত কিছু বলার ছিল জানি
কথার পিছে কথায় শুধু ছোটে।
যখন আমার যাবার সময় হল
ডাকলে কেমন আবেগ জোড়া চুলে।


এসেই যখন পড়লে আমার কাছে
ডাকলে যখন চেনা চোখের পরে;
তখন আমার কাছেই না হয় থাকো
রাখব বুকে তোমায় যতন করে।
সূর্য বুঝি অস্ত গেল আজ
মিলিয়ে যাবে অনেক কিছু ভুলে।
         ---------