যা পাওয়ার ছিল পেলে না কিছুই, নিলে না কিছুই তুমি;
দিয়ে গেলে শুধু আমাদের মাঝে তোমার বিষাদভূমি।
ঋণী করে গেছ মোর প্রিয়তমা আমাকে করেছ ঋণী
ভুলব না আমি জীবনের ধন ভুলব না কোনোদিনই।
আজ অবেলায় তোমার আড়ালে তোমাকেই যেন চুমি।
ওগো সঙ্গিনী, অকালেতে গেলে অকালে ঝরালে সুখ;
তোমার কথায় ভেবে ভেবে আজ ফেটে যায় এই বুক।
কেমনে থাকিব কেমনে কাটিবে কেমনে বাঁচিব আমি।