ঈশ্বর আমার মন দিয়েছ (আর) প্রেম দিয়েছ মনে-
তাইত তোমায় ভালোবাসি পরম যতনে।


আমার মনে হাজার রং, আর রঙ্গে প্রজাপতি
সেই অলিটা ছুটে খোঁজে মল্লিকা মালতি।
আমার মনে অসীম প্রণয়, প্রণয় জগৎ জোড়া
প্রেমের ছায়ায় জীবন কাটে প্রেমে হৃদয় ভরা।
তাইত তোমায় ভালোবাসি আমার হৃদয় বনে।
ঈশ্বর---


সবাই আসে মনের ঘরে নিতে মনের খোঁজ
এই বাগিচায় হাজার খবর আসে বুঝি রোজ।
কখন ঘুমে, (আর) কখন চুমে কাটে আমার বেলা
কিশোরী ষোড়শী সাথে আমার প্রণয় খেলা।
এই হৃদয়ে এতটা প্রেম বোঝাব কেমনে।  
ঈশ্বর----