ইচ্ছা আমার তোর সাথেতে
রোজ সকালে করব ফেরি;
দূরের দেশের বঁধু তুমি
ফিরতে পথেই হবে দেরি।


ইচ্ছা আমার তোমার সাথে
ওই বুকে থাকি দিন-তারায়;
মাঝরাতেতে স্বপন নিয়ে
মন দুখানি কোথা হারায়।
আমার চোখের তারা তুমি
তোমার মাঝেই সকল হেরি।


ইচ্ছা করে আকাশ তলে
মিলব দোহে, রোদ্দুর হাসে;
পা দোলাব পুকুর জলেতে
তোর সাথেতে এ বনবাসে।


আজকে এল গানের দিন
শ্রাবণ দিনে মেঘ আকাশ;
এক পলকে কাপিয়ে দাও
মনেতে জমে কুহু বাতাস।
তোমার নামেই করি গান
সুর তুলি প্রাণের লহরি।
     -----