হতে চাই পলাশের ঝাক
বসন্ত মাসের এইবেলা;
হতে চাই কোকিলের ডাক
সুরেতে জাগাব ভোরবেলা।


মনেতে থাকুক ভালোবাসা
তাই নিয়ে যাব চিরকাল;
অনন্ত দিনে কত প্রত্যাশা
বেঁচে থাকা যেন মহাকাল!
বেঁচে থাকা আজ যে স্বপন
চারিদিকে বসন্ত একেলা;


মোর ঘর সহজ সরল
শ্রদ্ধায় ঢাকা আছে সে মাটি;
চিত্ত মাঝে কত কোলাহল
আমিতো ভীষণ পরিপাটি।
মনে হয় কে কত আপন
পলাশও অশান্ত এ বেলা!