হাজার মন খারাপের মাঝে
ভালোবাসার ভিড়;
আমার ছোট্ট বারান্দায়
মল্লিকা তিতির।


সকালবেলায় ফুটে আছে
গোলাপ রাশিরাশি
তোমায় দেখেই রোজ সকালে
ঘুম ভাঙিয়ে আসি।


নানা রঙের, নানা বাহার
ঘরের দ্বারে এসে;
সবাই যেন আমার দুঃখে
একেলা হতে মেশে।


দারুণ দারুণ ফুল ফুটেছে
মল্লিকা মালতি;
ফুলের মাঝে চেয়েই আমি
দুঃখ ঘোচাই নিতি।