সেদিন বিকালে তোমায় দেখেছি হাতেতে রজনিগন্ধা-
এলোচুলে তুমি সবার মাঝেতে চোখে নেমেছিল সন্ধ্যা।


তোমার চোখেতে পড়েছে নজর তুমিও আমার দিকে-
কত কথা যেন সেদিন বলেছি গোপনে সে অপলকে।
মনে হয় যেন তোমাতেই ছুটি তবুও কোথায় বাঁধা।


তোমার মুখেতে বাঁশরী সোহাগ, বসনে তাহার কত-
তোমার চোখেতে তাকিয়ে গিয়েছি আমি বুঝি অবিরত।
ফুলগুলি নিয়ে চলেছ কোথায় ওগো ও রূপের কন্যা।