হারিয়ে গেছ বৃষ্টিরানি গল্পস্রোতের রাতে
তোমায় দেখে ভালোলাগা গোপন সে সাক্ষাতে।


বৃষ্টিরানি স্বপ্নগুলি আজকে জেগে থাকে-
তোমার চোখের ব্যাকুল ভাষা আমায় আজও ডাকে
সেদিন প্রথম তোমার মুখের মুখচোরা সে কথা;
রোদ্দুরেতে মিশিয়ে দিল ভালোবাসার ব্যথা।
বৃষ্টিরানি অবাক আমি আজকেআমি মনেতে।


আজকে তুমি বৃষ্টিরানি রোদ উঠেছে ঠিক
তোমার মাঝে অংশ নিলাম ভাবনা যে অলীক।
আজকে তোমার ফিরে আসা না বোঝারই ভান
তোমার বুকের মধ্যিখানে নীরব অভিমান।
আজকে তুমি উধাও হলে আপন এ প্রভাতে।