হারিয়ে আজ বুঝি সহজ
নয়তো সহজ থাকা;
আপন করে তোমায় ভাবি
তোমায় কাছে রাখা।


ব্যস্ততাতে দিন কেটেছে
দিন কেটেছে সাথে;
তোমার কাছে আমি ঋণী
বুঝি দিনে রাতে।
তোমার ছবি ক্যানভাসেতে
মনের মাঝে আঁকা।


তোমায় নিয়ে ভাবনা আমার
ভাবনা চিরদিন;
জীবনস্রোতে ভাসি আমি
ভাসি প্রতিদিন।
আপন করে তাইতো রাখি
মনের মাঝে ঢাকা।