হাওয়ায় উড়িয়ে গেছ ফাগুন বাতাস মতো
বসন্তের উত্তরীয়
তোমার মহতী হাসি চেনা মুখে চেনা গান
সাথে প্রেম সহনিয়।


কত ভুল ছিল জানি গোপনে বলার কথা
সহজেই আজ ভুলি
আমার জমানো কথা তোমাকে বলিব প্রিয়
আজ নয়নেতে দুলি।
কিছু তার প্রিয় দান বেলা শেষে অবশেষে
আমার হাতেতে দিও।


জানি আর কোনো দিন হবে না আবার দেখা
এই পথে তুমি যেও
কলার পাতার মতো দুলিও আঁচল খানি
শুধু মোর নামে চেও।
গোপন হাসির মতো তোলা আছে এই প্রেম
কিছু তার তুমি নিও।